1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দৈনিক খুলনাঞ্চল সম্পাদকের শাশুড়ির দাফন সম্পন্ন, বিএনপি’র শোক শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে  হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে সেহরি বিতরণ শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থী নেতা নিহত কেশবপুর খ্রিস্টান মিশনে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু কালিগঞ্জের নলতা যুবককে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার কেশবপুর কুঠিবাড়ী মহাশশ্মানে নাম সংকীর্ত্তণ অনুষ্ঠানে অমলেন্দু দাস অপু’র শুভাগমন কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট সরকার নয়, জনগণের ব্যালটে নির্বাচিত হবে আগামী সরকার’ বিএনপি নেতা রহমতুল্লাহ পলাশ TOAB/টোয়াবের খুলনা আঞ্চলিক স্থায়ী কমিটির  চেয়ারম্যান নিযুক্ত হলেন, মাজহারুল ইসলাম কচি পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীকে মারপিট সংবাদ সম্মেলন:থানায় মামলা স্বামীর বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালংকার স্ত্রী উধাও বিডিআর বিদ্রোহ মামলায় শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত : যশোরে আমান উল্লাহ আমান নড়াইলে কালিয়ায় সংঘর্ষে গুলি, নিহত ১, আহত ১০ খুলনায় নির্মাণাধীন ভবনের তিন তলা থেকে প/ড়ে আফাজ উদ্দিন(৪০) নামে এক শ্রমিক নি/হ/ত শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যস’হ ৩’জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্ট গার্ড খুলনার দিঘলিয়ার খেয়াঘাটে ইজারাদারের সঙ্গে নানা সমস্যা, আদালতের রায় অমান্য কয়রায় জামায়াতের ইফাতার ও দোয়া মাহফিল  বিডিআর বিদ্রোহ মামলায় শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত : যশোরে আমান উল্লাহ আমান যশোরে হামিদপুর শহীদুজ্জামান হিমুর জানাজায় সর্বস্তর মানুষের ঢল

বঙ্গবন্ধুর প্রস্তাবেই ভাষা আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল-সংসদ সদস্য শাহীন চাকলাদার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন,‘বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানি শাসকরা যখন আমাদের ওপর একটি বিজাতীয় ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং ১৯৪৭ সালে করাচিতে একটি শিক্ষা সম্মেলন হয়, সেখানেই ঘোষণা হয়েছিল যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু পাকিস্তান নামের যে দেশটি হয়েছিল তার ৫৬ ভাগের বেশি ছিলাম আমরা বাঙালি ও বাংলা আমাদের মাতৃভাষা। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ নামের সংগঠন গড়ে তোলেন এবং তাঁরই প্রস্তাবে এই ভাষা আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল।

কেশবপুরের পাঁজিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৫ দিনব্যাপী একুশের বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
‘১৯৫২ সালে সালাম,বরকত,রফিকসহ অনেকেই রক্ত দিয়েছিলেন। ভাষা শহীদরা রক্ত দিয়ে শুধু মাতৃভাষায় কথা বলা নয়,আমাদের স্বাধীনতা অর্জনের পথ তৈরি করে দিয়েছিলেন।১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়ার পর বঙ্গবন্ধু বলেছিলেন,‘১৯৫২ সালের আন্দোলন কেবল ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা ছিল সামজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।’

এমপি শাহিন চাকাদার আরো বলেন,‘১৯৯৬ সালে কানাডাপ্রবাসী সালাম-রফিক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার প্রস্তাব করেন ইউনেস্কোতে। ১৯৯৯ সালে ইউনেস্কো এই স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে সব দেশে এটি পালিত হচ্ছে। সেই থেকে ২১ ফেব্রুয়ারি আমাদেরই।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন,কেশবপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম,পাঁজিয়া ডিগ্রি কলেজর অধ্যক্ষ রুহুল আমীন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।

এছাড়াও অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য শেখর রঞ্জন দাস, সুফলাকাটি ইউপির চেয়ারম্যান এস এম মনজুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মনসুর আলী,উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ,যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু,পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক আবুল কালাম আজাদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান,যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম,প্রকাশনা বিষয়ক সম্পাদক ও পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ মাসুদা বেগম বিউটি,পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়,বইমেলা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ লিটন,পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার,পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুবোল দেবনাথ,আলী আব্বাস,যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুল হামিদ,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাস্টার প্রভাত কুমার কুন্ডু,বীর মুক্তিযোদ্ধা পরিতোষ দত্ত, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল্লাহ সরদার, প্রাক্তন ইউপি সদস্য শম্ভুনাথ বসু,সমাজকর্মী মাসুদা বেগম বিউটি প্রমূখ। আলোচনা সভা শেষে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বইমেলা উদযাপন পরিষদের সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, প্রতিদিন স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান রয়েছে। প্রতি বারের ন্যায় এবারও বইমেলা উদযাপন করা হচ্ছে। উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা সকলের সহযোগিতা কামনা করি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।