খুলনার খবর || বাগেরহাটের বহুল আলোচিত হত্যার চাঞ্চল্যকর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।গ্রেপ্তারকৃত ছোবহান বাগেরহাট জেলার সদর থানার বাসাবাটি গ্রামের মৃত আনছার উদ্দিন হাওলাদারের ছেলে।গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৩।
গতকাল বুধবার দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়,মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনার সোনাডাঙ্গা থানার এলাকা থেকে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছোবহানকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তারকৃত ছোবাহান তার অপরাধ স্বীকার করেছে। ছোবাহানের বিরুদ্ধে বাগেরহাট থানায় ২০০৫ সালে একটি হত্যা হয়। ওই মামলার পর থেকে গ্রেপ্তারকৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছেন। ২০০৯ সালে আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদানের রায় দেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।