খুলনার খবর || বাগেরহাটের মোরেলগঞ্জে বাড়ির সামনে খেলাধুলা করার সময় হইচই করায় তিন শিশুকে গাছে বেঁধে নির্যাতন করেছেন এক ব্যক্তি। এ ঘটনার ৫ দিন পরে গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি পঞ্চকরণ গ্রামের অভিযুক্ত আলম হাওলাদারকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে আলম হাওলাদারের বাড়ির সামনে খেলাধুলা করছিল একই গ্রামের হাসান হাওলাদারের ছেলে বায়জিদ হাওলাদার (৫), ফেরদৌস হাওলাদারের ছেলে মো. ওমর হাওলাদার (৬) ও হারুন আকনের ছেলে মানিক আকন (৫)।তখন আলম হাওলাদার ওই তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। স্থানীয়রা গোপনে এ দৃশ্য ক্যামেরা বন্দি করেন।
নির্যাতিত শিশুরা ১৯৫ নং পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘শিশু শিক্ষার্থীদের দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতনের ছবি পাওয়া গেছে।এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আলম হাওলাদরকে গ্রেফতার করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।