সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়া থানা মোড়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া ফায়ার স্টেশন সার্ভিসের সহযোগিতায় অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায়।
এই সামাজিক সংগঠনটি নিরাপদ সড়কের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন,তারই ধারাবাহিকতায় ডুমুরিয়া ফায়ার স্টেশন সার্ভিসের সহযোগিতায় অগ্নি নির্বাপক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাজার ব্যবসায়ী,পথচারী,ইজিবাইক চালক,পথচারীদের সমন্বয়ে অগ্নি নির্বাপক মহাড়ার আয়োজন করে।সামান্য অসতর্কতায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হচ্ছে বসতবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান। গ্রীষ্মকালে গ্রাম অঞ্চলে অগ্নিকাণ্ড বেশি ঘটে সেকারনে অগ্নিকাণ্ড ঘটলে প্রাথমিকভাবে মোকাবেলার কলাকৌশল সম্পর্কে ডুমুরিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা বৃন্দ উপস্থিত জনসাধারণ মাঝে প্রশিক্ষনের ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তাবৃন্দ,ডুমুরিয়া বাজার কমিটির সভাপতি শ্যামল কুমার দাস, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল,সদস্য তাজিমুল ইসলাম সোহেল,আব্দুর রহমান বেপারী,গাজী সোহেল আহমেদ,আলিমুল ইসলাম,এম এ জলিল,বাজার ব্যবসায়ী বৃন্দ, পথচারী,পরিবহন শ্রমিক বৃন্দ,
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।