সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন-২০২৩ সুষ্ট ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. মো. হেলাল আন নাহিয়ান এবং সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. শেখ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সুত্রে জানাগেছে,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাব কাম গেস্ট হাউজে সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. মো. হেলাল আন নাহিয়ান এবং সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. শেখ রবিউল ইসলাম,সহ-সভাপতি পদে প্রফেসর ড. রাফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে ড. মাহমুদুল আলম, কোষাধ্যক্ষ পদে মো. রিয়াজ হোসেন,ক্রীড়া সম্পাদক পদে ফাহিম ইসলাম অনিক,সাংস্কৃতিক সম্পাদক পদে মিসেস নওরিন মহসিন,প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে অমিত দত্ত রায় এবং কার্যনির্বাহী সদস্য পদে প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, প্রফেসর ড. আব্দুল মতিন, প্রফেসর ড. বিএম ইকরামুল হক, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করেন প্রফেসর ড. মো. আব্দুর রফিক এবং নির্বাচন কমিশনার ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. মানজুর মোর্শেদ।
গত ২৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার ভোট গণনা করে ফলাফল ঘোষনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।