পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের ৩ নং মজিদপুর ইউনিয়নের রামকৃষ্ণ সেবাশ্রম-এর আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৮তম জন্মতিথি উপলক্ষে ভক্ত সম্মেলন শনিবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ভারতের পশ্চিমবঙ্গের বেলুর মঠের রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদের সদস্য শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ ও যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ।
আরো বক্তব্য রাখেন,রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক কালীপদ পাল ও প্রভাষক কানাইলাল চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ কুমার সিংহ ও প্রভাষক কুন্তল বিশ্বাস। অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।