মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার বিকাল ৩টায় কয়রা উপজেলার হক সুপার মার্কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আদিবাসী পরিষদের সভাপতি তপন কুমার মুন্ডা,সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, সংগঠনের কার্যকরি সদস্য গনেশ চন্দ্র মুন্ডা,দপ্তর সম্পাদক সাধন কুমার মুন্ডা,সাংগঠনিক সম্পাদক মুকুল মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষেদর সভাপতি সুব্রত মুন্ডা,সহ- সভাপতি সাধনা মুন্ডা,রমেন মুন্ডা,রনজিত মুন্ডা সুব্রত মুন্ডা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, কয়রার আদিবাসী সদস্যরা অনেক পিছিয়ে রয়েছে। তাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করা হবে। সংগঠনকে গতিশীল করতে হলে সকল আদিবাসী সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। তিনি অনুষ্ঠানে আদিবাসী সদস্যদের উন্নয়নকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের কথা জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।