প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি || যশোরের অভয়নগরে মাছের ঘের থেকে রাশেদ (৩০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের উলুর বটতলা নামক স্থানের আজিজুর রহমান সরদারের মাছের ঘের থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাশেদ ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ি গ্রামের জসীম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন।ঘের মালিক আজিজুর রহমান সরদার জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে তিনি মাছের খাবার দিতে ঘেরে যান। এসময় ধোপাদী-ডহরমশিয়াহাটী সংযোগ সড়ক সংলগ্ন ঘেরের পাড়ে জিন্সের প্যান্ট ও কালো টিশার্ট পরা গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘের থেকে মরদেহ উদ্ধার করে।
ধোপাদী গ্রামের বাসিন্দা যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা জানান, জিন্সের প্যান্ট ও টিশার্ট পরা নিহত যুবকের গলায় চিকন রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল। ঘটনা’ স্থালের সামনের সড়কে প্রতিদিন সন্ধ্যার পর থেকে বহিরাগত যুবকদের মোটরসাইকেলযোগে আনাগোনা করতে দেখা যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, মাছের ঘের থেকে রাশেদ নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।