পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা শেকড়ের সন্ধানের ২ যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। কেশবপুরে আত্ম-বান্ধবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারি সংস্থা শেকড়ের সন্ধানের ২ যুগপূর্তি উৎসব শনিবার (৪ মার্চ) দিনব্যাপী পালিত হয়েছে।
এ উপলক্ষে কেশবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গ্রন্থ ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, অতিথিদের সম্মাননা প্রদান,আবৃত্তি, পুরস্কার বিতরণ,শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,সাহিত্য আলোচনা,প্রামাণ্য চিত্র প্রদর্শনী,আলোচনা সভা ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেকড়ের সন্ধানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে ও কবি মুনসুর আজাদের সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন,শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা সম্পাদক ও পরিচালক শেখ মিজানুর রহমান মায়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কবি ও গবেষক ডঃ সবুজ শামীম আহসান,চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির, কবি ও গবেষক দিলারা বিউটি,কালের রাখাল পত্রিকার সম্পাদক হাসান ওয়াহিদ কবি ও গবেষক গোলাম মোস্তফা এবং সাংবাদিক এস আর সাঈদ।
অনুষ্ঠানে ১৮ জন অতিথিকে শুভেচ্ছা স্মারক,বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জনকে সম্মাননা ও ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মনিরামপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবি আব্দুল আলীম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।