মোঃ শহিদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি || বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। ছবি: আজকের পত্রিকা
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে বিএমএ নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেন খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গত ১ মার্চ থেকে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছিলেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিএমএ কার্যালয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুলতানা, খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদি নেওয়াজসহ চিকিৎসকেরা বৈঠকে বসেন। বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করা হয়।ঘোষণার পর চিকিৎসকদের কর্মক্ষেত্রে যোগদানের আহ্বান জানান খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের আশ্বাসে তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন।একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাঈম শেখকে (সাতক্ষীরা সদর) গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং ডা. নিশাত আব্দুল্লাহর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএমএর সভাপতি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।