মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || এসএসসি ২০০১ও শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সারা দিনব্যাপী নানা আয়োজন মুখরিত ছিল এই পূর্ণমিলনী অনুষ্ঠান। সারাদেশ থেকে ২০০১ প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ,গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল-জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় দেশের সব জেলায়।
আয়োজকরা জানান,শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা,প্রাক্তন শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানান,গাড়িতে করে তাদেরকে নিয়ে আসেন,অনুষ্ঠান শেষে গাড়িতে করে পুনরায় শিক্ষকদের বাড়িতে পৌঁছে দেয়া হয়,শিক্ষকদের সম্মাননা ক্যারেস্ট এবং উত্তরা পরিয়ে দেয়া হয়, অনুষ্ঠান আয়োজনের শিক্ষার্থীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুজা মন্ডল,সালাম শেখ,তনুজা মন্ডল,প্রণব মন্ড,সুদীপ্ত গোলদার, ডায়না মন্ডল,মৃম্ময় মন্ডল,সুজয় মন্ডল,
প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।