মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || মাসিক অপরাধ পর্যালোচনা সভা ৫ মার্চ রবিবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অপরাধ সভায় পুলিশ সুপার জেলার অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ নিবারণ,মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা করেন এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।
গত ফেব্রুয়ারী মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ইন্সপেক্টর ক্যাটাগরিতে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) বেস্ট অফিসার হিসাবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক,সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।