সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার কলারোয়ায় সংঘবদ্ধ ডাকাতদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় নামক এলাকায় এঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজির আলী এলাকার বশিরের ছেলে হুমায়ুন কবির (৩৭), কোতয়ালী থানার মেল্ল্যাপাড়া গ্রামের ফজর আলী উকিলের ছেলে সাইদুল ইসলাম (৬০),ধলামিয়ার ছেলে মিজান (৪৭),শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আবুল কালাম (৫৫),একই গ্রামের নুর মোহাম্মাদের ছেলে আব্দুল্লাহ, সাতক্ষীরা সদরের মধ্যকাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে সাইদুজ্জামান (২৮)।
এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধাসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১টায় কলারোয়া থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, কলারোয়ার কোটার মোড় এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল পরিবহনে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন খবর পায় পুলিশ। সেখানে পৌঁছালে ডাকাতদল পুলিশের উপস্থিত টের পেয়ে গুলি ছুড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, এ এস আই আনোয়ার, কনস্টেবল রাজিব আহত হয়। এছাড়া ডাকাতদলের সদস্য মিজান গুরুতর আহত হয়েছে। গোলাগুলির একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাইন্ড গুলি এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মৃধা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।