এস,এম শামিম,দিঘলিয়া প্রতিনিধি || খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু হয়েছে।আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক দিঘলিয়া উপজেলার সেনহাটি এলকার রেজার মোড়ের বাসিন্দা জনৈক মিজানুর রহমানের ছেলে মাইনুল।দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, মাইনুল আজ সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের আদর্শপাড়া এলকায় এসেছিল। এ সময়ে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। দুর্বৃত্তরা দেশিয় ধারালো অস্ত্রদিয়ে মাইনুলের পেট ও শরীরের বিভিন্ন অংশে কুুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার নেপথ্যের কারণও জানা গেছে। হত্যা মিশনে কে কে ছিল তাদের নামও পাওয়া গেছে তবে অধিকতর তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছেনা।
এব্যাপারে থানায় এখনও নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ দায়ের হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান থানার অফিসার ইনচার্জ।
হত্যাকান্ডের বিষয়ে স্থানীয়রা জানান,বিগত ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে মাইনুলের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।