সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন’মানবিক বাংলাদেশ সোসাইটি’ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১৪নং মাগুরখালী ইউনিয়নে গরীব ও অসহায় চক্ষু ও ডায়াবেটিক রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
উপজেলার মাগুরখালী ইউনিয়নের আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইনে খুলনা আদদীন আকিজ মেডিকেলের দক্ষ চিকিৎসবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খুলনা জেলা শাখার সভাপতি, জাতীয় সামাজিক সংগঠন ‘ মানবিক বাংলাদেশ সোসাইটি’ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ও সহকারী শিক্ষক সমিতি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ রাকিবুজ্জামান এর নিজস্ব অর্থায়নে উক্ত মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
মানবিক বাংলাদেশ সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন এর সার্বিক পরিচালনায়, সম্মানীত সদস্য- শেখ আসাদুজ্জামান মিন্টু,সাংঠনিক সম্পাদক – সরদার শরিফুল ইসলাম,উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সোহেল আহমেদ,দফতর সম্পাদক জিএম তাজিমুল ইসলাম সোহেল,ত্রাণ সম্পাদক সাকিব আল হাসান,এমকে মুন্না’র সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি সাফল্যমন্ডিত হয়।
আরোও উপস্থিত ছিলেন,আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও আমুড়বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রবীন্দ্রনাথ সরকার,আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপদ্যূতি কুমার সানা,আমুড়বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমর কৃষ্ন মন্ডল,আমুড়বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েট সহকারী শিক্ষক সুব্রত কুমার মন্ডল,ভান্ডারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনীল কুমার মন্ডল প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।