সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে দোলপূজায় রং ছিটাতে গিয়ে নসিমন থেকে ছিটকে পড়ে অঙ্কুশ মণ্ডল (৯) বছরের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে এলাকাবাসী জানায়, দোলপূজা উপলক্ষ্যে উপজেলার কৃষ্ণনগর গ্রামে অংকুশ মণ্ডলসহ কিছু শিশু ও কিশোর একটি ইঞ্জিনভ্যানে চড়ে রং ছিটাতে ছিটাতে কৃষ্ণনগর নিমতলা থেকে বিশ্বাস পাড়ার দিকে যাচ্ছিল। এমন সময় অংকুশ ঐ ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত অংকুশ ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র এবং ঐ গ্রামের লিটন মণ্ডলের ছেলে। অংকুশের মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে যান ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদসহ এলাকাবাসী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।