তেরখাদা প্রতিনিধি || ৮ই মার্চ বুধবার খুলনার তেরখাদা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন।
স্বাগত বক্তৃতা করেন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক।একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার ফেরদৌসী বেগম এপি লিডাম পাল,তথ্য আপা তাসলিমা আক্তার,ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি,সামাজিক ক্ষমতায়ন সুরক্ষা কর্মসূচির পক্ষে প্রতিনিধিত্ব করেন পিও লিপি বিশ্বাস।
পরে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় ছিল-“শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।