নিউজডেস্ক || খুলনার তেরখাদা উপজেলার অদুরে কাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে গত ৭ই মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় টুপি হারানোকে কেন্দ্র করে মারপিট সংঘটিত হয়।
জানা যায়,৭ ই মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাগদী গ্রামের ব্রজেন্দ্রনাথ মন্ডলের ছেলে প্রীতম মন্ডল (২৫) ও গৌরঙ্গ মন্ডলের ছেলে শয়ন মন্ডল (১৭) কে একই গ্রামের সমীর মজুমদারের ছেলে উগ্র মেজাজী প্রিন্স মজুমদার(১৭) ও কনোজ মন্ডলের ছেলে কল্লোল মন্ডল (২৩) মারপিট সংঘটিত করে দুজনকে গুরুত্বর আহত করে।
গুরুত্বর আহত অবস্থায় প্রীতম মন্ডলকে তেরখাদা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা।
কাগদী গ্রামের সাধারণ মানুষ ও ক্রিকেট খেলোয়াড়দের কাছে থেকে জানা যায়,গত ২১শে ফেব্রুয়ারী~২০২৩ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কাগদী ৪ দলীয় লীগ ভিত্তিক ক্রিকেট খেলার ফাইনাল খেলা কাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে অনুষ্ঠিত হওয়ার সময় উগ্র মেজাজী প্রিন্স মজুমদারের নিকট হতে প্রীতম মন্ডল একটি মাথার টুপি নিয়ে মাথায় দিয়ে ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করে।ক্রিকেট খেলা শেষে প্রীতম মন্ডলের কাছ থেকে কে বা কাহারা টুপি টা নিয়ে আর ফেরত দেয়নি।যার ফলে টুপি টার আর কোন সন্ধান পাওয়া যায়নি।
গত ৭ই মার্চ মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হোলি(আবির খেলা)শেষে বিকালে উপজেলার কাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এক ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ক্রিকেট খেলা শেষে প্রীতম মন্ডলের কাছে প্রিন্স মজুমদার উগ্র ভাষা ব্যবহার করে সেই টুপি চাইলে ব্রজেন্দ্রনাথ মন্ডলের ছেলে প্রীতম মন্ডল নতুন একটি টুপি কিনে দেওয়ার কথা বলে।
সামান্য টুপি চাওয়াকে কেন্দ্র করে সমীর মজুমদারের ছেলে উগ্র মেজাজী প্রিন্স মজুমদার ও কনোজ মন্ডলের ছেলে কল্লোল মন্ডল মারপিট করে প্রীতম মন্ডলকে গুরুত্বর ভাবে আহত করে।ঐ সময় গৌরঙ্গ মন্ডলের ছেলে শয়ন মন্ডল মারপিট ঠেকাতে গেলে কল্লোল মন্ডল শয়ন মন্ডলকে একই ভাবে মারপিট করে আহত করে।
স্থানীয় জনসাধারণ ও ক্রিকেট খেলোয়াড়রা গুরুত্বর আহত অবস্থায় প্রীতম মন্ডলকে তেরখাদা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরবর্তীতে আহত প্রীতম মন্ডলকে তেরখাদা থানার নেওয়া হলে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল আলমের সার্বিক নির্দেশনায় তদন্ত অফিসার দেবাশীষ সরকারের সহযোগিতায় এস আই অমৃত স্যারের একটি টিম কাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে গিয়ে প্রত্যক্ষ দর্শীদের স্বাক্ষী ভিডিও ধারণ করেন।
সুত্রে আরো জানা যায়,টুপি হারানোকে কেন্দ্র করে সমীর মজুমদার অসিত মন্ডল ও সিঞ্চন বাওয়ালী কে বলে আজ আমার ছেলের টুপি ফেরত না দিলে একটা কিছু হবে।অসিত মন্ডল ও সিঞ্চন বাওয়ালীর এই স্বীকারোক্তি এস আই অমৃত স্যার শ্রবণ করেন ও ভিডিও ধারণ করেন।এদের এই স্বাক্ষীই প্রমাণ করে যে,খেলার মাঠে মারপিটের মহা নায়ক সমীর মজুমদার ।
কথিত আছে প্রায় এক বছর আগে কাগদী গ্রামের বিকাশ বাগচির ছেলে জয় বাগচীকে একই ভাবে জোট বেঁধে মারপিট করে উগ্র মেজাজী প্রিন্স মজুমদার।শালিস বিচারের মাধ্যমে তাকে সাজা দেওয়ায় তখন শালিস বিচারের গন্যমান্য ব্যক্তিবর্গকে কটুবাক্য ব্যবহার করে সমীর মজুমদারের ছেলে উগ্র মেজাজী প্রিন্স মজুমদার।
গত ৭ই মার্চ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বর আহত ব্রজেন্দ্রনাথ মন্ডলের ছেলে প্রীতম মন্ডল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ও গৌরঙ্গ মন্ডলের ছেলে শয়ন মন্ডল পারিবারিক চিকিৎসাধীন রয়েছে।গুরুত্বর আহত প্রীতম মন্ডল শারীরিক ভাবে সুস্থ হলেই তেরখাদা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে বিশেষ সুত্রে জানা যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।