শরিফুল ইসলাম || নগরীর সঙ্গীতামোড় এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।ট্রাফিক আইল্যান্ড থাকলেও নেই ট্রাফিক পুলিশ।যার ফলে প্রতিদিনই ছোটবড় নানা ধরনের দুর্ঘটনা ঘটছে।
সঙ্গীতা সিনেমা হলের মোড়টিতে কেউই রাস্তার আইন না মেনে চলছে।একদিকে নগরীর শেখপাড়া থেকে বের হয়ে শিববাড়ি ও ডাকবাংলার দিকে যাওয়ার একটিই মোড় এই সঙ্গীতামোড়।অপরদিকে শিববাড়ি হতে রেলস্টেশন যেতে পার হতে হয় এই মোড়টি।অন্যদিকে খুলনা রেল স্টেশন থেকে কিছু যানবাহন রাস্তার উল্টো পাশ দিয়ে সঙ্গীতা মোড় পার হতে গেলেও ঘটে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান,এখানে গত বছরে শুধু রাস্তা পার হতে গিয়ে নিহত হয়েছেন প্রায় ২০-৩০ জনেরও বেশি পথচারী।আর আহত হয়েছে অসংখ্য।মুলত যখন রেলস্টেশন থেকে যাত্রীদের নিয়ে ইজিবাইক,মটর রিক্সা,মোটরসাইকেল পাওয়ার হাউজ মোড় না ঘুরে সরাসরি আপার যশোর রোডের গেট দিয়ে রাস্তার বিপরীত দিক দিয়ে সঙ্গীতা মোড় ক্রস করতে যায় তখনি প্রতিনিয়ত এখানে মারাত্বক দুর্ঘটনা ঘটে।
শেখপাড়া লোহাপট্টির ব্যবসায়ীরা জানান,প্রতিনিয়ত সঙ্গিতার মোড় থেকে ছোটবড় ট্রাক-পিকআপ শেখপাড়া আসে এবং বাহির হয়।সেই সময় যানজট লেগে যায়।আবার শিববাড়ি থেকে আসা গাড়িগুলো বেআইনি ভাবে ট্রাফিক মোড় ঘোরার সময়ও দুর্ঘটনা ঘটে।তবে বেশি সমস্যা হয় যখন ট্রেন আসে।তখন ইজিবাইকগুলো যাত্রী নিয়ে রাস্তার উল্টো দিক দিয়ে সঙ্গিতার মোড় ক্রস করার সময়।
মুলত বেপরোয়া গাড়ি চালানো ও পথচারীদের জ্ঞানের অভাব,রাস্তায় চলাচলের নিয়ম না মানা,পাশাপাশি ট্রাফিক পুলিশ না থাকাই এসব দুর্ঘটনার প্রধান কারণ।
স্থানীয় শেখপাড়ার বাসিন্দা মোরসেদ ইসলাম বলেন,এই মোড়ে প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটেই।আর এই অবস্থার কারণে প্রতিনিয়ত সন্তানদের নিয়ে চিন্তায় থাকি আমরা”।
সঙ্গীতামোড় এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি এখানে একজন ট্রাফিক পুলিশের ডিউটির ব্যবস্থা করা।তাহলে স্টেশন থেকে যাত্রী নিয়ে যেমন আসবেনা যানবাহন।তেমনি গাড়িগুলো সঠিক নিয়মে ট্রাফিক মোড় ঘুরবে।কমে যাবে দুর্ঘটনা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।