মোঃ ফয়সাল হোসেন,কয়রা উপজেলা প্রতিনিধি || স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়,এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনার কয়রা উপজেলা পরিষদে,কয়রা উপজেলা প্রশাষন এর আয়োজনে এবং এস ডি আর আর প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,(অর্থায়নে ইউএসএআইডি) এর সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
গত (১০ মার্চ)শুক্রবার সকাল ০৯ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদের চত্তর থেকে এক বর্ণাঢ্যর্্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় অংশ নেয়।
সভায় অংশগ্রহনকারীগন দুর্যোগ ঋতুতে দুর্যোগ প্রস্তুতি ও মানুষের জান মাল বাঁচানোর বিষয়ে বক্তব্য দেন। উপজেলার চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম কয়রা উপজেলায় দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় ওয়ার্ল্ড ভিশনের অবদান উল্লেখ করে এসডিআরআর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ প্রস্তুতি বিবেচনা করে ইউথ ভলেন্টিয়ার দ্বারা খানাভিত্তিক আপদকালীন কর্ম পরিকল্পনা প্রস্তুতি কার্যক্রমের অনবদ্য অবদানের কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন ডাঃ কাজী মোস্তাইম বিল্লাহ প্রানী সম্পদ অধিদপ্তর,মোঃ আবদুল্লাহ আল মামুন সি পি পি লিডার কয়রা,এস ডিআরআর প্রকল্প কর্মকর্তা(ডিআরআর) মোসাঃ ফারহানা।অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব মোঃ মমিনুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার কয়রা, খুলনা। সভা পরিচালনা করেন জি. এম সাইফুল ইসলাম প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার কয়রা। আর ও উপস্থিত ছিলেন সি পি পি সদস্য বৃন্দ, ফায়ার সার্ভিস প্রতিনিধি, ইউপি সদস্য বৃন্দ,ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য,ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইউথ ভলেন্টিয়ারগন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।