হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের কালীগঞ্জে শ্বশুরবাড়ি এসে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দরপুর এলাকায় চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে নিহত হন তিনি।মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামের শ্বশুর বাড়িতে আসেন।
স্থানীয়রা জানান, চাঁদবা গ্রামের মৃত আকবর ধনীর মেয়ে রোমেনা বেগমের সঙ্গে গত তিনমাস আগে তার বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পাশের একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। তবে তিনি আত্মহত্যা করেছে না অন্য কোনো কারণে নিহত হন সেটি জানা যায়নি।
কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।