সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার খুলনা গভ.ল্যাবরেটরি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোতিা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গভ. ল্যাবরেটরি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট কবি ও লেখক সন্তোষ কুমার ঢালী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান(মিজান) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভ.ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো.হাবিবুর রহমান(হাবিব), পরিচালনা পর্ষদের সদস্য, খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স বিভাগের কর্মকর্তা মো. জিহাদুল কবির (জিহাদ) এবং এফ আর জুট মিলের ডেপুটি ম্যানিজিং ডিরেক্টর মো. হারিচ উদ্দিন মোল্লা।
সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয় এবং সাড়ে ৯টায় শিক্ষার্থী ও অভিভাবক সদস্যদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৩টায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু সন্তোষ কুমার ঢালীসহ অতিথিবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাম প্রসাদ মন্ডল ও সিনিয়র শিক্ষক শারমিন স্মৃতি।অনুষ্ঠানের ধারাবিবরণীতে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আব্দুস সাদেক। ক্রীড়া পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মেহেদী হাসান,হাবিবুর রহমান, টুটুল দত্ত, শুভাষ চন্দ্র মন্ডল,আফাজ উদ্দিন,মাহফুজুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগণ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রী, অভিভাবক,সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।