নিউজডেস্ক,ঢাকা || দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে আগামী ১৮ই মার্চ শনিবার দেশব্যাপী সকল মহানগরে সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। গতকাল দলীয় কার্যালয় প্রাঙ্গণে গাজীপুর জেলা বিএনপি’র মানববন্ধনে দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় ড. জাহিদ হোসেন বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। দেশবাসী জেগে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। তিনি সকলকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি’র সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান, জেলা বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাফর ইকবাল জনি।উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, হুমায়ুন কবীর মাস্টার,মো. শাহজাহান ফকির,পারভেজ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।