শালিখা (মাগুরা) প্রতিনিধি || মাগুরার শালিখা উপজেলায় আগুনে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে; এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
গত রোববার ভোরে বুনাগাতী বাজারে আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চন্দন কুণ্ড,উজ্জ্বল শিকদার,শাহ আলম, বরুন কুণ্ড জানান,শেষ রাতে বাজারে আগুন দেখে নৈশপ্রহরী মাগুরা ও যশোরের বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করে।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার অগেই মুদি দোকান, ধান-চালের আড়ৎ, পাটের গুদাম, ওষুধের দোকানসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্তরা।
সোহাগুজ্জামান জানান,এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ১০টি দোকান পুড়ে গেছে।আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।