মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি || বাগেরহাটের মোল্লাহাটে অসহায় নিরাপরাধী এক ব্যক্তিকে দিনদুপুরে চোর সন্দেহে সীমাহীন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।গত শনিবার উপজেলার ঘোষগাতী বাজারে দুপুর ১২টার দিকে অমানবিক এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভিকটিমের স্বজনরা জানায়, নির্যাতনের শিকার মনির শেখ (৪২) মোল্লাহাট উপজেলার পূর্ব দারিয়ালা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে। মনির শেখের নিজের কোন জমি,বাড়ি না থাকায় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার গাংনী মাতারচর আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর ও জমি পেয়ে সেখানে বসবাস করছেন। ঘটনার দিন মাতারচর এলাকার জনৈক জাহিদ’র সঙ্গে তার অসুস্থ একটি ছাগল নিয়ে পশু হাসপাতালে মোল্লাহাট গেছিলেন। সেখান থেকে ফেরার পথে ঘোষগাতী গ্রামের জালাল শেখের ছেলে আতাউস শেখ, আহমেদ শেখের ছেলে আলমাস শেখ ও গ্যারাজে মালিক আকরাম সহ কতিপয় ব্যক্তি তাকে ধরে চোর সন্দেহে নির্যাতন করে।
তখন ছাগলের মালিক সঙ্গে থাকলেও তার কথা গুরুত্ব না দিয়ে কেবল সন্দেহের বশে এ নির্যাতন করা হয় বলে জানান ভিকটিম ও তার বৃদ্ধ মা। তারা এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।