সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়া উপজেলার বরুণা বাজারের একটি বে-সরকারি ক্লিনিকে সোমবার সকালে মাথার ওপরের হাড়-চুল ছাড়াই অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে।
চিকিৎসক ও শিশুটির পরিবার সুত্রে জানা গেছে,গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বরুণা বাজারে একটি বে-সরকারি ক্লিনিকে অস্ত্র-প্রচারের মাধ্যমে ‘মাথার ওপর হাড় ও চুল নেই। মগজ ও চোখ ২টি যেন বের হয়ে রয়েছে। উপজেলার ছয়বাড়িয়া গ্রামের দরিদ্র ভ্যান চালক মতিয়ার গাজির স্ত্রী তামান্না বেগম’র কোলে আসা এই অদ্ভুত আকৃতির শিশুর জন্মের পর পরিবারে চরম হতাশা নেমে এসেছে।তবে অদ্ভুত আকৃতির এই শিশুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জন্মের পর থেকে অসংখ্য মানুষ তাকে দেখতে ভিড় করছে।
এ প্রসঙ্গে শিশুটির মা তামান্না বেগম বলেন,আমার ৯ বছর বয়সী বড় মেয়েটি প্রতিবন্ধি ও রক্তের অসুখে ভুগছে। কয়েক বছর আগে একমাত্র পুত্র সন্তানটিও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আর আজ এই অদ্ভত আকৃতির শিশুর জন্ম হওয়ায় আমরা তাকে কিভাবে বাঁচাবো ? শিশুটির অস্ত্রোপচারকারি চিকিৎসক দীন মোহাম্মদ খোকা বলেন, শিশুটির মাথার ওপরে হাড়-চুল নেই,মগজ ও চোখ বাইরে বের হয়ে রয়েছে। আমার প্রাথমিক ধারণা,জেনেটিক সমস্যায় এমন শিশুর জন্ম হতে পারে। তবে শিশুটির দ্রুত উন্নত চিকিৎসা জন্য হায়ার সেন্টারে নিতে বলেছি। শিশুটির বেঁচে থাকার সম্ভবনা খুব কম বলেও তিনি ধারণা করছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।