এম.কে.জামান সুমন,ঢাকা || আজ ১৪ মার্চ (মঙ্গলবার) রাজধানীর মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে একটি ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১১ থেকে এই ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হচ্ছে। বিআরটিএ এর পরিবহন আইনের ৬৬,১০১ সহ বিভিন্ন ধারায় বিভিন্ন ভাবে গাড়ীর চালক ও গাড়ীর উপর মামলা সহ নগদ জরিমানা কো হয়। রিপোর্ট লেখা পর্যন্ত ৫টি মামলায় ১১,০০০/-(এগার হাজার) টাকা জরিমানা করা হয়। অনন্যা পরিবহন, তিশা পরিবহন,প্রাইভেট কার,মোটর সাইকেল সহ নগরের কিছু পরিবহনকে জরিমানাসহ অনাদায়ে বিভিন্ন শাস্তি দেওয়া হয়।বিআরটিএ এর এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারী ও বিআরটিএ-৫ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে কথা হলে তিনি এ তথ্য সমূহ দেন এবং বলেন সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে মাঝে মাঝে এই অভিযান পরিচালিত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।