মেহেদি হাসান নয়ন,বাগেরহাট || বাগেরহাটের শরণখোলায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে আবুল কালাম নামে এক কৃষকের সুর্যমূখী খেতের বিপুল পরিমাণ সুর্যমূখী ফুলগাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে।
সাউথখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক আবুল কালাম জানান, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহায়তায় ৬৬ শতাংশ জমিতে সুর্যমূখী তৈলবীজের চাষ করি। ফলনও ভালো হয়েছে। আর কিছু দিন পরই ফুল থেকে বীজ সংগ্রহের কথা কিন্তু মঙ্গলবার রাতে কে বা কারা তার খেতে ঢুকে দুই শতাধিক সুর্যমূখী গাছ কেটে ফেলেছে। এতে তার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, কৃষি অফিসের সার্বিক সহায়তায় ৬৬ শতাংশ জমিতে সুর্যমূখী ফুল চাষ করেন আবুল কালাম নামের এক কৃষক। গত রাতে ওই কৃষকের দুই শতাধিক সুর্যমুখী গাছ কেটে ফেলেছে অজ্ঞত দুবৃত্তরা ।
এ ঘটনায় কৃষকের ২৫/৩০ হাজার টাকার তৈলবীজের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান এ কৃষি কর্মকর্তা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।