পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর পৌরসভার প্রস্তাবিত আরবান ডেমোনেস্টেশন পাইলট প্রকল্পের বাংলাদেশ ডেল্টা প্লান প্রকল্পের প্রতিনিধিদল প্রস্তাবিত প্রকল্প নিয়ে স্থানীয় নাগরিকদের সাথে গতকাল বুধবার (১৫ মার্চ) এক মতবিনিময় সভা করেছেন। এরপর প্রফেসর ক্রিস জেভেনবার্গেনের নেতৃত্বে প্রতিনিধিদল কেশবপুর পৌরসভার হরিহর নদ ও খোজা খাল প্রকল্প এলাকা ঘুরে দেখেন। নেডারল্যান্ড সরকারের সহযোগিতায় বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০ এই প্রকল্পে কেশবপুর পৌরসভা ও চট্রগামের রাউজান পৌরসভায় কাজ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান,স্থানীয় গুরুত্বের উপর নেডারল্যান্ড সরকারের সহযোগিতায় এ সি এল, সি ই জি আই এবং এল জি আর ডি যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে কেশবপুর পৌরসভার হরিহর নদ ও খোজা খালা নিয়ে একটি সবুজ বেষ্টনীর মধ্যে গড়ে তোলা হবে নয়নাভিরাম পরিবেশ। সেখানে থাকবে খাল ও নদের উপর দুটি ঝুলন্ত ব্রিজ, নাগরিকদের বিনোদনে ওয়াক ওয়ে, মহিলাদের বেচাকেনার জন্য ফিসিং এরিয়া,স্টল,বিনোদন গ্যালারী, পানিতে নামার ঘাট, উচু ওয়াচ টাওয়ার,পানি বিশুদ্ধকরন ব্যবস্থা প্রভৃতি।
কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে পৌরসভার হলরুমে মতবিনিময় সভায় প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন,প্রকল্পের আই এইচ ই ডেল্ফট প্রফেসর ক্রিস জেভেনবার্গেন,এ সি এল এর ব্যবস্থাপনা পরিচালক সামি ডব্লিউ চৌধুরী, সি ই জি আই এস এর পরিকল্পানাবিদ ড. ফারহানা আহমেদ,এ সি এল এর প্রোকৌশলী হাবি ইব্যাহীম, সাকিব রনি প্রমুখ।
তারা জানান,তাদের প্রাথমিক প্রকল্প এটা আগে শুরু হবে। যদি এই প্রকল্প বাস্তবায়নের পর ভালো সুফল আসে তাহলে পরে এই প্রকল্পের আওতায় কেশবপুর পৌরসভার অন্যান্য এলাকা যুক্ত করে উন্নয়ন করা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান,পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন,নির্বাহী প্রকৌশলী হায়দার আলী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান,প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু,পৌর কাউন্সিলরগণ আতিয়ার রহমান,মশিয়ার রহমান,কবির হোসেন,আফজাল হোসেন বাবু,কামাল খান,আব্দুল হালিম,খাদিজা খাতুন,আছিয়া হালিম,আসমা খলিল,কর আদায়কারী পলাশ সিংহ,সহকারী কর আদায়কারী আবুল হোসেনসহ সাংবাদিকগণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।