মেহেদি হাসান নয়ন,ফকিরহাট ||বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন (এমপি)বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী ইসলামী ফাউন্ডেশনের প্রস্তাবিত সারা দেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের ৩য় পর্যায়ের ৫০টি মডেল মসজিদের আজ উদ্বোধন করা হয়।
গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সব মসজিদের উদ্বোধন ঘোষণা করেন।এরই অংশ হিসেবে আজ বাগেরহাটের ফকিরহাটে কেন্দ্রীয় মডেল মসজিদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার কে এম আরিফুল হক,উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের বিপুল সংখ্যক জনগন এতে অংশ নেয়। উল্লেখ্য নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত মডেল মসজিদটি ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় নির্মিত হয়েছে। ইসলামি ফাউন্ডেশন বাগেরহাট জেলা অফিস এর আয়োজন করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।