মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি || বাগেরহাটের মোল্লাহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ, বাস্তবায়ন এবং অধিকতর প্রচারের মাধ্যমে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস (১৫ মার্চ) পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহীনুল আলম ছানা।
এছাড়া উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য,কৃষি কর্মকর্তা অনিমেষ বালা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল,বিআরডিবি কর্মকর্তা শেখর পাল,উপ সহকারী পুলিশ পরিদর্শক বিধান দাস,ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী,ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান,প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান,সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন,সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।