সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা সুলতানা বুশরা সড়ক দূর্ঘটনার কবলে পড়েছেন।গতকাল বুধবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে দূর্ঘটনার কবলে পড়ে রহিমা খাতুন বুশরাকে বহনকারী সরকারি গাড়িটি। এঘটনায় তাকে বহনকারী সরকারি গাড়িটির বেশ ক্ষয়ক্ষতি হলেও, ইউএনও রহিমা সুলতানা বুশরা বা তার সাথে থাকা দেহরক্ষী আনসার সদস্য ও গাড়িচালক কেউই তেমন আঘাতপ্রাপ্ত হননি ।
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, কর্মস্থল শেষে জেলা শহরে যাচ্ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। তিনি দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ওপরে যত্রতত্র অপেক্ষমান অবস্থায় রাখা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় তাকে বহনকারী সরকারি গাড়িটি। এতে তাকে বহনকারী সরকারি গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দেহরক্ষী ও গাড়ি চালক সহ ওই গাড়িতে থাকা উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা সকলেই সুস্থ আছেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ বলেন, দূর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাছাড়া দূর্ঘটনার জন্য দায়ী মহাসড়কের ওপর যত্রতত্র রাখা ট্রাক (যশোর ট- ১১ ৩২২০) ও চালক অজয়কে থানায় নেয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।