অতনু চৌধুরী (রাজু)বাগেরহাট প্রতিনিধি ||ইয়াবাসহ মোংলায় পেশাদার এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টায় পৌর শহরের মাছমারা এলাকা হতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তি পৌর শহরের কুমারখালি এলাকার মৃত আঃ ছত্তারের ছেলে আলী আকবর (৫৩)।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছিল। অত্যান্ত কৌশলী এই মাদক ব্যবসায়ীকে ধরতে কিছুটা বেগ পেতে হয় তাদের। অবশেষে বৃস্পতিবার রাতে তাকে আটক করতে সক্ষম হয় মোংলা থানা পুলিশ। থানার এস আই নুরে আলম বাদী হয়ে মাদক আইনে আটক আলী আকবরের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।