খুলনার খবর || ফাল্গুনের শেষ দিনগুলোতে মৃদু দাবদাহ বয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে। চৈত্রের শুরু থেকে দেশের কিছু কিছু জায়গায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী শনিবার থেকে ঝড়বৃষ্টি বাড়তে পারে। এ সময় কালবৈশাখী আঘাত হানতে পারে দেশের বিভিন্ন স্থানে। এর মধ্যে কয়েকটি তীব্র আকারও ধারণ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নয়টায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, সিলেট বিভাগের দু–এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপ বাংলাদেশের উত্তর–পশ্চিমাংশের রাজশাহী ও রংপুরে মেঘ তৈরি করেছে। এর প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে পারে। দেশের বাইরে ভারতের বিহার, আসাম এমনকি উত্তর প্রদেশে সৃষ্ট বজ্রমেঘ বাংলাদেশে এসে অনেক সময় শক্তি সঞ্চয় করে বড় আকারের বৃষ্টি হয়। এর সঙ্গে থাকে ঝোড়ো হাওয়া।
তিনি আরও বলেন, শনিবার থেকে দেশের অভ্যন্তরে বা বাইরে থেকে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সে সময় দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি বাড়তে পারে। এ সময় মাঝারি আকারের কালবৈশাখী বা তীব্র ঝড়ও হতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।