সরদার বাদশা ডুমুরিয়া প্রতিনিধি (খুলনা) || খুলনা ডুমুরিয়ার খলশিবুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং মৌজায় খলশিবুনিয়া স্লুইসগেটের পার্শ্বে একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল শনিবার সকালে স্থানীয় মাদরতলা ফাঁড়ির সহকারী ইনচার্জ মাহবুব হাসানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,উপজেলার খলশিবুনিয়া গ্রামের বাসিন্দা ঘের মালিক,মৃত ইব্রাহিম তালুকদারের ছেলে আব্দুর রশিদ তালুকদার, (৫০) তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে হারিতে জমি নিয়ে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ তালা উপজেলার জিয়ালা গ্রামের ইমান আলি শেখের ছেলে আলতাফ হোসেন শেখ (৩৮)’র সাথে ঘেরের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে পূর্ব শত্রুতার কারণে প্রতি পক্ষকে সায়েস্তা করতে রাতের আধারে ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আব্দুর রশিদ জানান,আজ শনিবার সকালে ঘেরে গিয়ে দেখতে পায় ১৪ বিঘা জমির মৎস্য ঘেরে থাকা রুই,কাতলা, গ্লাসকার্প,মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ মন ছোটবড় মাছ মারা গিয়ে ভেসে ওঠে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর অভিযোগ।
এসময় ঘেরের মধ্য থেকে একটি খালি বিষের বোতল উদ্ধার করে। তবে অভিযুক্ত আলতাফ হোসেনের মুঠোফোনে চেস্টা করে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে সুত্রটি জানায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।