আলী আজীম,মোংলা (বাগেরহাট) || মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তার অপসারন দাবিতে অফিস কার্যলয় ঘোরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কর্মচারীরা। কর্তৃপক্ষের এক কর্মচারীকে প্রকাশ্য হেনেস্তা করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা। রবিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের সিবিএ সংগঠনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা এ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভে অংশ গ্রহন করেন।
এ সময় কর্মবিরতিসহ অভ্যান্তরীন পরিবহন ও যান চলাচল বন্ধ রাখা হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু জানান, শুক্রবার দুপুরে বন্দরের প্রশাসনিক বিভাগে কর্মরত গাড়ির ড্রাইভার নুরুল ইসলাম টিটুকে তুচ্ছ ইস্যুতে প্রকাশ্য রাস্তায় গালিগালাজ সহ হেনেস্তা করেন নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লহ আল-মেহেদী। আর এ ঘটনা জানাজানি হলে বন্দরে কর্মরত সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃস্টি হয়।
সিবিএ নেতা পল্টু অভিযোগ করেন-সাম্প্রতিক সময় বন্দর এলাকায় ছিনতাই ও চুরি সহ অপরাধ প্রবনতা বেড়েছে। আর নজরদারী না করে সরকারি অর্থ অপচয় ও বিলাশী জীবনযাপন করছে। এমনকি নানা সময় অন্যায়ভাবে কর্মচারীদের উপর জুলুম-নির্যাতন করছে বলে অভিযোগ কর্মচারী ও সিবিএ নেতাদের। নিরাপত্তা কর্মকর্তা কার্যালয় ঘেরাও শেষে বন্দরের প্রশাসনিক ভবনের সামনে পথসভায় বক্তব্য রাখেন-সিবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম পল্টু, সরোয়ার হোসেন সহ কর্মচারী নেতারা। চলতি সপ্তাহের মধ্যে নিরাপত্তা কর্মকর্তার অপসারন না হলে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ার দেন সিবিএ নেতারা।
এদিকে এ প্রসঙ্গে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ওই কর্মচারী টিটুকে ঠিকমত অফিস করার জন্য শুধু সতর্ক করেছি। আর কিছু নয়। তবে এনিয়ে অন্য কর্মচারীরা অফিস ঘেরাও করেছে কিনা জানা নেই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।