খুলনার খবর || গতকাল রোববার শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন আব্দুল্লাহ আল মামুন রাজা (৪৫)। তার বাবা শেখ মোহাম্মদ আলী জানান, পূবালী ব্যাংকের ঢাকার মোগলটুলি শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন রাজা। সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে তিনি খুলনায় আসেন। গত তিন মাস তিনি এভাবেই আসতেন। সন্তানকে দেখতে। বদলি হওয়ার চেষ্টাও করছিলেন।গতকাল রবিবার সকালে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন তিনি।
তিনি আরো বলেন, ‘সকাল ৫টায় রাজা বাসা থেকে বের হয়। ৬টায় তার গাড়ি ছাড়ে। এরপর ১০টার দিকে ঢাকার ব্যাংক থেকে ফোন করে জানায়, রাজার খোঁজ নিতে৷ সে ব্যাংকে পৌঁছেনি। তখন রাজার নম্বরে কল দিলে একজন ধরে জানায় তার বাস দুর্ঘটনায় পড়েছে। এরপর খোঁজ নিয়ে তার মৃত্যুর খবর পাই। তাকে আনতে গেছে বড় ছেলে আব্দুল্লাহ আল মাসুদ রানা। লাশ রাতে পৌঁছানোর পর এশার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।
নিহত রাজার মা নুরুন্নাহার বলেন, ‘রাজা আর বৃহস্পতিবার রাতে এসে বলবে না, “মা ভাত দেন।রাজা নতুন বাড়ি করে সেখানে নিয়ে যাবে বলছিল! কিন্তু এটা কী হলো?
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।