নিউজডেস্ক || গতকাল মঙ্গলবার বাহরাইনে পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে আজ বুধবার ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন, অর্থাৎ আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজান মাস।
এদিকে সৌদি আরবে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। সাধারণত সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে রোজা পালন শুরু হয়। সে হিসেবে ২৪ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে বাংলাদেশে মাহে রমজান শুরু হতে পারে।
এদিকে বাহরাইন ও সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত করে জানা গেছে,বাহরাইন ও সৌদি আরবের আকাশে মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি।তাই ঐসব দেশে রমজানের প্রথম দিন হবে আগামী বৃহস্পতিবার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।