সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়া থানা পুলিশের পক্ষ থেকে চুকনগরসহ বিভিন্ন বাজারে বাজারে গরু চুরি,ছিনতায়,অঙ্গানপর্ট্রির সম্পর্কে জনসচেতনতা মুলক প্রচার করছে,তার পরেও খুলনা ডুমুরিয়ার মাগুরাঘোনায় দক্ষিণ বেতাগ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আবুল হোসেনের বাড়ির পার্শে মৃত ওসমান শেখের ছেলে,আব্দুল সমাদ শেখের বাড়িতে ২৬ মার্চ গত রাতে ২ টা গরু চুরি হয়েছে।
যার আনুমানিক মুল্য দেড় লাখ টাকা বলে যানিয়েছন মোঃ আব্দুল সামাদ শেখ।তিনি আরো বলেন,গত রাতে আমি ১:৩০ মিনিটে উঠে গোয়াল ঘরে যেয়ে দেখি গরু আছে,সেহেরি করার পরে আর গোয়ালে গরু ২
টা নাই আমার ।তিনটা থেকে সাড়ে তিনটার মধ্য চুরি হয়েছে বলে মনে করছি। এ চুরির খবর পেয়ে মাগুরাঘেনা পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ (হাবিব) ডিউটিরত ফোর্স নিয়ে রাত ৪ টায় মোঃ আব্দুল সামাদ শেখের বাড়িতে হাজির হয় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন গরু উর্দ্দারের তর্পোরতা অব্যহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।