যশোর প্রতিনিধি || যশোর শহরের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে শাহাদত হোসেন (৪০) নামে এক অস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শংকরপুর চোপদারপাড়ার ওই ওয়ার্কশপ থেকে তাকে আটক করা হয়। এ সময় অস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ।আটক শাহাদত ওই এলাকার শাহাজাহান আলীর ছেলে।
ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, চোপদারপাড়ায় একটি বসতঘরের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কথা তারা জানতে পারেন। সেখানে অস্ত্র তৈরি করা হয়। পরে সোমবার রাতে ওই ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরির সঙ্গে জড়িত মিস্ত্রি শাহাদতকে আটক করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে শাহাদত হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।