হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী দুজনে নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,সদর উপজেলার বিষয়খালী গ্রামের ছাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সকালে ভ্যানে কালীগঞ্জ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন স্বামী-স্ত্রীসহ চারজন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে চারজনই গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পারভীনা খাতুনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ছাবদার আলীকে যশোর পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।