মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি ||২৬ মার্চ রবিবার বিকেল ৩ টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার নৃপেনের চাইয়ের দোকানের সামনে পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালায়।
অভিযানকালে ঐ এলাকার মাইনুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম (২৪)কে ৩০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এস আই সাফুর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন,এসময় আমিনুল ইসলাম কে ৩০ পিস ইয়াবাসহ আটক করে।ধৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে ২৬ মার্চ বটিয়াঘাটা থানায় মাদক দ্রব্য আইনের শংশ্লিষ্ঠ ধারাই মামলা রুজু হয়েছে। মাদকসহ আমিনুল ইসলাম কে থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ শওকত কবির ও ওসি তদন্ত মোঃ জাহেদুর রহমান কে প্রশ্ন করা হলে বলেন মাদককে জিরো টালারেন্স দেখানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।