কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্র জানায়,বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিজিবি‘র ৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন প্রাগপুর বিওপি‘র দায়িত্বপুর্ণ এলাকার সীমানা পিলার ১৪৮/৩-এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশ অভ্যান্তরে চুলকানির ঘাট নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ৩৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
প্রাগপুর বিওপি ক্যাম্পের হাবিলদার বিজন কুমার জানান, বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বস্তা ভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।