পরেশ দেবনাথ,কেশবপুর(যশোর) || যশোরের কেশবপুরে দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামান শামস-এর নিঃশর্ত মুক্তি ও প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে কেশবপুর প্রথম আলো বন্ধুসভার আয়োজনে আজ শনিবার (১ এপ্রিল) বিকালে শহরের ত্রিমোহিনী মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, দৈনিক প্রথম আলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, কেশবপুর প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক শিক্ষক মতিয়ার রহমান, এশিয়ান টিভি ও দৈনিক রানার পত্রিকার কেশবপুর প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল ও বন্ধুসভার সভাপতি এস এম শরিফুল ইসলাম।
এসময় বক্তারা অবিলম্বে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান।এবং স্বাধিনভাবে মত প্রকাশের জোর দাবি উত্থাপন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।