পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইলট প্রকল্প হিসেবে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলহাজ্ব ডাক্তার আলমগীর হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (মার্চ ৩০) বিকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,মেডিকেল অফিসার ডাক্তার সমরেশ কুমার দত্ত,মেডিকেল অফিসার ডাক্তার সৌমেন বিশ্বাস,মেডিকেল অফিসার ডাক্তার নাজিয়া নওরিন জিসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,সাংবাদিক এস,আর সাঈদ প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন জানান, আজ থেকে সপ্তাহে দুই দিন চিকিৎসকরা বৈকালিক চেম্বারে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকার নির্ধারিত ফিসে রোগী দেখবেন। তবে বৈকালিক স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সের হতে কোন সরকারি ওষুধ সরবরাহ করা হবে না।
তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরো বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবার কারণে যত্র তত্র গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের দৌরত্ব কমবে। স্বাস্থ্য সেবা সাধারণ মানুষ নাগালের মধ্যে থাকবে ।
উল্লেখ্য,উদ্বোধনের পূর্বে যশোর জেলা সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাসের নেতৃত্বে একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বৈকালিক চেম্বার পরিদর্শন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।