পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজের পক্ষ থেকে ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল রবিবার (০২ এপ্রিল) ১০ রমজান বিকালে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে তেঘরী গ্রামে জামের মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কেশবপুরের সন্তান যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজ, কেশবপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিএম কবির-সহ মঙ্গলকোটের বিভিন্ন শ্রেণী-পেষার মানুষ।
ইফতার ও দোয়া মাহফিলে আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মঙ্গলকোটের আমন্ত্রিত অতিথিগণকে সাথে নিয়ে এই মোনাজাতে অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানিয়ে খন্দকার আব্দুল আজিজ বলেন“ মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে”। কেশবপুর উপজেলা থেকে সদ্য নির্বাচিত যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজ অল্পদিনের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। দোয়া পাঠ করান,স্থানীয় ওই মসজিদের ইমাম রেজাউল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।