অতনু চৌধুরী (রাজু)বিশেষ প্রতিনিধি || সিদ্ধ পুরুষ শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের পূন্যভূমি ঐতিহ্যবাহী শ্রীধাম লক্ষ্মীখালীতে অনুষ্ঠিতব্য ১০১তম বারুনীস্নান ও মতুয়া মহামেলা ২০২৩ আজ (৩ এপ্রিল) সোমবার ২০শে চৈত্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী গোপাল চাঁদ বারুণী মেলা শুরু হয়েছে। লাখো ভক্তের বারুণী স্নানের মধ্যে দিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী মতুয়া মেলা।
বাংলাদেশ মতুয়া মহা সংঘের বর্তমান মহাসচিব ও শ্রীধাম লক্ষীখালী ধাম কর্তা গদিনাসিন শ্রী সাগর সাধু ঠাকুর বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও এই মেলায় নারী-পুরুষ-শিশুসহ লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে।আজ সোমবার মেলার প্রথম দিনে ত্রয়োদশী তিথিতে বারুণী স্নানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে।দেশের অভ্যন্তরীণ তালিকাভুক্ত ৪ শতাধিক দলের লক্ষাধিক ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিক কল্যাণ লাভের জন্য স্নানে অংশ নিবে।
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২তম আর্বিভাব স্মরণোৎসব উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুরের মন্দিরে মতুয়া মেলা শুরু হবে।বাংলা ১৩২৯ সাল থেকে মোরেলগঞ্জের লক্ষীখালী গ্রামে গোপাল সাধুর লীলাধামে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। যা এখন ‘গোপাল সাধুর’ মেলা নামেও পরিচিত।সেই ধারাবাহিকতায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২তম জন্ম স্মরণে এবারের বারুণী স্নান ও মহামেলার আয়োজন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।