1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরের বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত সাবেক সংসদ সদস্য (খুলনা-০২) মিজান গ্রেপ্তার মান্দায় অবৈধ জমি দখলদার উচ্ছেদ করণে উপজেলা প্রশাসনের স্পট গণশুনানী অনুষ্ঠিত লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটির গঠন নড়াইলের নলেন গুড়ের সন্দেশ দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও খালিশপুরস্থ আর্যতলা ধর্ম সভা মন্দিরে রকিবুল ইসলাম বকুলের কম্বল বিতরণ কচুয়ায় ০৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন খুলনায় অস্ত্র ও ট্রাকসহ ডাকাত দলের দুই সদস্য আটক – আহত দুই পুলিশ সদস্য দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের মারামারি সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ এর সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান বটিয়াঘাটায় সংখ্যালঘুদের জমিতে টিনের বেড়া স্থাপনের অভিযোগ তেরখাদায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের উপরে বাঁশ-কাঠের নতুন ব্রীজ তৈরির কাজ প্রায় শেষের পথে মোরেলগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ায় জাকারিয়া মাদ্রাসায় খতমে বুখারী ইসলামী মহা সম্মেলন বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ০২’টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২’টি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জাম’সহ আটক -২ নিরালা আবাসিক এলাকার জনকল্যাণ সমিতির নির্বাচন-২০২৫ আইন-শৃঙ্খলার চরম অবনতিতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বটিয়াঘাটায় দুর্বৃত্তদের তান্ডবে বাড়ী ভাংচুর,আটক ২

  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার শেয়ার হয়েছে
Exif_JPEG_420

মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা এলাকায় ফিল্মি স্টাইলে লুটপাটের তান্ডব ও নির্যাতনের ঘটনা ঘটেছে।
গত ৩০ মার্চ রাত আনুমানিক ১২টার সময় নারায়ণ মন্ডলের ছেলে হরিদাস মন্ডলের বাড়িতে এ নারকীয় নির্যাতন ও লুটপাটের তান্ডবের ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলা,নির্যাতন,লুটপাট ও তান্ডবের ভয়াবহ চিত্র দেখে রীতিমত হতবাক হয়েছেন এলাকাবাসীসহ আশপাশের লোকজন। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।রাস্তাসহ আশেপাশের বসবাসকারী লোকদের ঘরের মধ্যে অবরুদ্ধ করে এই নির্মম তান্ডব চালানো হয়েছে।যা সিনেমার ঘটনাকেও হার মানিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,দুর্বৃত্তরা দুটি বসতঘর একেবারে ভেঙে তছনছ করে দিয়েছে। ঘরে থাকা আসবাবপত্র ও গৃহস্থালীর কাজের ব্যবহৃত মালামাল ভেঙেচুরে বাইরে ফেলে রেখে গেছে,একটি রাইচ মিল ভাঙচুর করেছে। এক পর্যায়ে সন্ত্রাসী হামলা চালিয়ে ধান,চাল, স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।এছাড়াও একটি নতুন কেনা ইজিবাইক নিয়ে চলে যায় তারা।এ ঘটনার সময় হরিদাস মন্ডল ও তার বৃদ্ধ বাবা মাকে বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।পরে থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভুক্তভোগী হরিদাস মন্ডলের স্ত্রী মিতালী মন্ডল বলেন,আমরা গত ৩০ মার্চ রাত ১২টার দিকে ঘুমাতে গেছি ঠিক তখনি সঞ্জয়,সাইদুল,ইউনুস,পান্না,বাবুসহ প্রায় ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল আমাদের উপর হামলা করে।শুরুতে মোবাইল ফোন নিয়ে নেয় ও আমাদেরকে জিম্মি করে সবকিছু ভাংচুর শুরু করে এবং আমার স্বামী ও বৃদ্ধ শশুর শাশুড়িকে বেধড়ক মারপিট করে।আমার ১ বছরের বাচ্চাকে চালাচালি করে এবং আমাকেও নির্যাতন করে।ওরা আমাদের সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে এবং ধান, চাল,টাকা সোনাদানা সব লুট করে নিয়ে গেছে।আমি এই সন্ত্রাসীদের বিচার দাবি করছি এবং আমাদের নিরাপত্তা চাই।

ঐ রাতে ঘটনার প্রত্যক্ষদর্শী বিপ্রদাস বলেন,আমি ঐ সময় ড্রেজারের পেমেন্ট দিয়ে বাড়ি ফিরছিলাম।হরিদাস মন্ডলের বাড়ির কাছাকাছি এসে পৌছালে কিছু লোক আমাকে রাস্তায় আটকায় এবং বলে সামনে যাওয়া যাবে না।মুখ বাধা থাকায় আমি কাউকে চিনতে পারিনি।

পাশের বাড়ির আরেক প্রত্যক্ষদশী ও বিবেকের কাকাতো ভাই মন্টু মন্ডল বলেন,আমি ভাংচুরের শব্দ শুনে দরজা খুলে বাইরে বের হতে গেলে আমার উঠানে দাঁড়িয়ে থাকা লোকজন বলে এই বাইরে আসবি না চুপচাপ ঘরে বসে থাক।বাইরে আসলে সমস্যা আছে। আমি না বেরিয়ে বারন্দায় বসে থাকি।তখন আমি একাধিক বার সঞ্জয় মন্ডল পঁচার গলার আওয়াজ শুনতে পাই।

স্থানীয় মেম্বার আশরাফুল আলম (আলম) বলেন,আমি সকালে শুনে ঘটনাস্থলে যেয়ে দেখি ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে এবং শুনি ঘরে থাকা মালামাল, স্বর্ণ, ধান চালু ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এ লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে জলমা ইউনিয়নের চেয়ারম্যান বিধান রায় বলেন, আমি ঘটনা শুনে হরিদাস মন্ডলের বাড়ি যাই। যা দেখেছি তা আসলে খুব দুঃখজনক। বর্তমান সময়ে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। তবে এটা জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ঘটেছে। আমি শুনেছি বিবেক মন্ডলের নিকট থেকে হরিদাস মন্ডল উক্ত জমি রেজিস্ট্রি বায়না করে নেন।পরে বিবেক মন্ডল রেজিস্ট্রি না করে দিয়ে অন্যকে উক্ত জমির পাওয়ার করে দেন।যাদের পাওয়ার দিয়েছেন তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে সবার ধারণা করছে।

এ বিষয়ে জানার জন্য বিবেক মন্ডলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটা বন্ধ পাওয়া যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত হরিদাস মন্ডল ও তার বাবা মা খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।প্রধান ভুক্তভোগী হরিদাস মন্ডল গুরুত্বর অসুস্থ্য থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির বলেন,এব্যাপারে মামলা হয়েছে।মামলা নাম্বার ১,১/৪/২০২৩,আমরা তেতুল তলা গ্রামের মৃত্যু কাদের হাওলাদারের ছেলে মোঃ প্রিন্স হাওলাদার ও একই এলাকার আফজাল শেখ এর ছেলে আজিজুল শেখ নামের দুই জনকে গ্রেপ্তার করেছি বাকিদের গ্রেফতার অভিযান আব্যাহতআছে। অপরাধি যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।