যশোর প্রতিনিধি || যশোর সদরের নিউমার্কেট এলাকা হতে ১৮৮০ পিস ইয়াবাসহ ০১ জন মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গত ৪ এপ্রিল র্যাব-৬ যশোরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন নারী মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বহন করে বিক্রয় করার উদ্দেশ্যে বাসযোগে যশোর আসছে।এমন সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য একই তারিখ আনুমানিক ০৭.৪৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হোসনে আরা (৪৬), থানা- মতলব, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১,৮৮০ (এক হাজার আটশত আশি) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।