বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের পূর্বপাশে পার্কিং করা একটি ট্রাক থেকে দুই বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার (৫ এপ্রিল) রাতে উপজেলার পিলজংগ এলাকার মেসার্স কামাল ফিলিং স্টেশনসংলগ্ন পার্কিংয়ের ট্রাক থেকে ওই গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা দুটি বস্তায় ১৮ কেজির মতো গাঁজা ছিল, যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি ফকিরহাট থানা পুলিশ।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলে প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ওই ট্রাকে বেশকিছু ফাঁকা ড্রাম ছিল। একটি ড্রামের মধ্যে দুই বস্তায় গাঁজা ছিল। গাঁজার পাশাপাশি ট্রাকটি জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।